অনলাইনে ইলিশ মাছের অফার চক্র নিয়ে যা বলছে পুলিশ


 ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি জানিয়েছে, অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার অফার দিয়ে প্রতারণার দায়ে আট জনকে আটক করেছে পুলিশের ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটি।

খুলনা, নড়াইল ও যশোরে বিশেষ ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গত বছর নভেম্বরে মো. মাসুম বিল্লাহ ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামের ফেসবুক পেজে সুলভ মূল্যে ইলিশ মাছ বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইলিশ অর্ডার দেন এবং তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা অগ্রিম পাঠান।

কিন্তু ওই অর্ডারের প্রেক্ষিতে তিনি কোনো ইলিশ পাননি। এ ঘটনায় মো. মাসুম বিল্লাহের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়।

“প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনলাইন শপের ছবি ব্যবহার করে পেজ খুলে চাঁদপুরের তাজা ইলিশ সুলভ মূল্যে সরবরাহের বিজ্ঞাপন দিয়ে আসছিলো। তারা ইলিশ সরবরাহের অর্ডার নিয়ে অগ্রিম টাকা গ্রহণ করতো। টাকা নেওয়ার পর তারা গ্রাহকদের ইলিশ মাছ বুঝিয়ে দিতো না এবং কোনো যোগাযোগ রাখতো না,” বিজ্ঞপ্তিতে বলা হয়ে।


Post a Comment

Previous Post Next Post